এখন যুগ ডেটা সায়েন্সের। কয়েক বছর ধরে চাকরির বাজারে সবচেয়ে বেশি আলোচিত শব্দ হয়ে উঠেছে ডেটা সায়েন্স। এক পরিসংখ্যানে জানা যায়, ২০১২ সালে বিশ্বব্যাপী ডেটার পরিমাণ ছিল ২ দশমিক ৮ জিটাবাইটস, যা ২০২০ সালের মধ্যে ৫০ গুণ বৃদ্ধি পেতে পারে। এ থেকেই বোঝা যায়, আধুনিক যুগে সব প্রতিষ্ঠান তাদের তৈরি করা তথ্য গভীরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট দেখতে চায় এবং ভবিষ্যতে তা কাজে লাগানোর চেষ্টা করে এবং আমরা আরও বলতে পারি ভবিষ্যত পৃথিবী রাজত্ব করবে এই ডেটা সায়েন্স।
আমরা বিভিন্ন ভাবে ডেটা নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা চাইলে বিভিন্ন সফটওয়্যার (SPSS, Excel,hadoop etc) ব্যবহার করতে পারি অথবা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ (Python, R, Matlab ইত্যাদি) ব্যবহার করতে পারি। আমরা আমাদের এই অনলাইন কোর্সটি সাজিয়েছি Python দিয়ে। আমরা Python এর একদম ব্যাসিক থেকে আস্তে আস্তে ডেটা সায়েন্সের ভেতরে প্রবেশ করবো এবং ডেটা সায়েন্সের কিছু পাওয়ারফুল লাইব্রেরি নিয়ে আলোচনা করবো।
এই কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যাতে একদম শূন্য থেকে হাতে কলমে ডেটা সায়েন্সের দিকে অগ্রসর হওয়া যায় এবং ডেটা সায়েন্স সম্পর্কে একটি ব্যাসিক ধারোনা পাওয়া যায়।
google classroom এর মাধ্যমে কোর্সের সকল কন্টেন্ট (books, lecture sheet, slide, exercise, exam etc) শেয়ার করা হবে এবং google meet এর মাধ্যমে লাইভ ক্লাস নেয়া হবে। ক্লাস শেষে ক্লাসের ভিডিও google classroom এর মাধ্যমে দেয়া হবে।
প্রতিটি ক্লাসের পরই থাকছে Exercise এবং Exam। তাই ফাঁকিবাজি করার সুযোগ একদমই নেই।
সময়ঃ বৃহস্পতিবার ও শনিবার রাত ৯ থেকে ( বিশেষ বিবেচনার ভিত্তিতে বৃহস্পতিবারের বদলে শুক্রবার হতে পারে )
মেয়াদঃ ৫ থেকে ৬ সপ্তাহ।
ক্লাস শুরুঃ ১৮ জুলাই ২০২০, শনিবার।
রেজিষ্ট্রশনের শেষ সময়ঃ ১৩ জুলাই ২০২০।
এই কোর্সটি করার জন্য আপনার জানতে হবে কিভাবে কম্পিউটার on-off করতে হয়, কিভাবে google classroom account খুলতে হয়।
প্রথম ক্লাসের পর কনফার্মেশন ফি 1000 টাকা এবং পরবর্তী এক সপ্তাহের মধ্যে বাকি 2000 টাকা, সর্বমোট 3000 টাকা।
প্রথম ২০ জন রেজিষ্ট্রেশনকারী কে ১০০০ টাকা ডিসকাউন্ট দেয়া হবে।
রেজিষ্ট্রেশন করতে নিচের Apply বাটনে ক্লিক করে ফর্মটি পূরণ করুন।
যে কোনো সমস্যায় যোগাযোগ করুন 01732655189
অথবা আমাদের Facebook Page-এ
সম্পূর্ণ কোর্স কারিকুলাম দেখতে নিচের বাটনে ক্লিক করুন